মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১৪১ জন নন-এমপিও মাদ্রাসা শিক্ষক / কর্মচারীদের বিশেষ অনুদানের মোট ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন শিক্ষক ১২০ জন এবং কর্মচারী ২১ জন ।
বুধবার ( ১৯’আগষ্ট ) এই চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মৌসুমী জেরিন কান্তা ১৪১ জন নন-এমপিও মাদ্রাসা শিক্ষক / কর্মচারীদের মাঝে এই চেক বিতরণ করেন ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ।
প্রত্যেক শিক্ষক ৫০০০/- টাকা এবং কর্মচারী ২৫০০/- টাকা পেয়েছেন। মোট ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে ।
এসময় বিশেষ অনুদানের চেক পাওয়া মাদ্রাসা শিক্ষক/কর্মচারীরাগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
‘কলারোয়া সরকারি পোষাক পেলেন গ্রাম পুলিশ’ এই খবর পড়তে এখানে ক্লিক করুনঃ””click here””