সাতক্ষীরার কলারোয়াতে বুধবার (১৯’আগস্ট) দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে সাকিনা নামের একজন মহিলাকে কুপিয়ে হত্যা করলো তার ভাইপো ।
ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে ।
নিহত সাকিনা খাতুন (৩৫) একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। গুরুতর ভাবে আহত হয় তার মেয়ে রাজিয়া (১৮)।
স্থানীয় সুত্রে জানা গেছে , ছাগল নিয়ে বাকবিতন্ডতাকে কেন্দ্র করে একই গ্রামের হযরত আলীর ছেলে ইমানুর রহমান তার স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে জাহি গালি গালাজ করতে থাকে। সকিনা খাতুন মর্জিনার বড় ভাসুরের বউ সম্পর্কে (বড় ভাবী বা জা) ও জাহিদের বড় চাচি।
এ সময় নিহত সকিনার নব বিবাহিত মেয়ে জামাই বাড়ীতে থাকায় তার ভাসুরের ছেলে (জাহিদ) ও তার মা মর্জিনাকে গালাগালিজ বন্ধ করার জন্য অনুরোধ করে উভয়ের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে জাহিদ হাসান(১৪) ও তার মা মর্জিনা(৩৭)ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থলে নিহত হয় সকিনা খাতুন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন , হত্যার পরে ঘটনাস্থল থেকে আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রায় তিন কিলোমিটার দূর থেকে গ্রাম পুলিশ তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক করে রাখে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে জড়িত ০৩ আসামীকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন, ইমানুর রহমান ঝন্টু(৪৫), স্ত্রী মর্জিনা খাতুন (৩৭) ও ছেলে জাহিদ হাসান(১৪)।
এই রিপোর্ট পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো ৷
আশাশুনি দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত অন্তত-১০;এই খবরটি পড়তে এখানে ক্লিক করুনঃ””click here””