বগুড়ার শেরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আজ মঙ্গলবার (১৮’আগষ্ট) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত শেরপুর উপজেলার গোসাইবাড়ি বটতলা, বনমরিচা বাসস্ট্যান্ড, বাগড়া বাজার, বাগড়া হঠাৎ পাড়া, আক্রামপুর, কেল্লাপোষি মেলা বাজার ও কলেজ রোড় এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ লিয়াকত আলী সেখ ।
এসময় তিনি এসব এলাকার মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কি না ; তা পর্যবেক্ষণ করেন এবং মাস্ক না পরার অপরাধে ০৭ জনকে ১৩০০ টাকা জরিমানা করেন ।
এ সময় শেরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয় ।
এছাড়া তিনি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লোকজনকে অনুরোধ করেন ।
তাছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার, নিরাপদে থাকার অনুরোধ জানান উপজেলা পর্যায়ের এই শীর্ষ সরকারী কর্মকর্তা।