কুষ্টিয়ার খোকসাতে করোনা’র থাবায় দ্বিতীয় মৃত্যুবরণ করলেন খোকসা পৌর এলাকার মাঠপাড়া নিবাসী আমিরুল ইসলাম (৪৫) ।
এনিয়ে খোকসায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুবরণের ঘটনা ঘটলো।
মৃত আমিরুল ইসলাম খোকসা পৌরসভা মাঠপাড়ার মৃত আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল।
মৃত আমিরুল ইসলাম এলাকায় সার্ভেয়ার হিসাবে (জমি মাপার কাজে) বেশ পরিচিত ছিলেন ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,কন্যা,পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন ।
জানা যায়, মৃত আমিরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা জন্য দেয়। পরদিন রবিবার রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ আসলে প্রশাসন তার বাড়ি লকডাউন করেন সোমবার সকালে। মঙ্গলবারে আমিরুল ইসলামের শ্বাসকষ্ট অনুভূতি হলে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ভর্তি করা হয়। ক্রমেই তার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে আনুমানিক বেলা ৩ টায় তিনি অ্যাম্বুলেন্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানানো হয়েছে এ পর্যন্ত ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৫২ জন এবং চিকিৎসাধীন আছেন (আইসোলেশনে) ৫৫ জন ।
খোকসায় করোনায় প্রথম মৃত্যু’র খবর জানতে এখানে ক্লিক করুনঃ””click here””
এই এলাকার আরো খবর জানতে এখানে ক্লিক করুনঃ””click here””