সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে জেলা ও উপজেলায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে যথাযথ স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা, সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালন করা হচ্ছে কিনা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা, করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাতক্ষীরা জেলায় গত ০১ মার্চ ২০২০ ইং হতে ১৫ আগস্ট ২০২০ ইং পর্যন্ত সাড়ে ৫ মাসে পরিচালিত মোট ১১৮৫ টি মোবাইল কোর্টে ২৯৮৯ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৪৮,৪৮,৬১৯/- (আটচল্লিশ লক্ষ আটচল্লিশ হাজার ছয়শত উনিশ) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ।
সেখানে আরো বলা হয়েছে আজ সোমবার (১৭’আগস্ট) ২০২০ইং তারিখে পরিচালিত মোট ৬ টি মোবাইল কোর্ট অভিযানে ২৮ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ১৪,৩৫০/- (চৌদ্দ হাজার তিনশত পঞ্চাশ) টাকা জরিমানা আদায় করা হয়।