সাতক্ষীরার কলারোয়াতে শিশু পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে সোমবার (১৭’আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা।
সেমিনারেন শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং নারী ও শিশু বান্ধব সংবাদ পরিবেশনে উপজেলা পর্যায়ে সাংবাদিকদেরে করণীয় ও ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা শিশু পাচারের কুফল নিয়ে আলোচনা করেন। সেই সাথে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে পাচারের কুফল ও প্রতিরোধে করণীয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলেও মত প্রকাশ করেন ।
আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাকিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে গণমাধ্যমকর্মীরা ও সুধীজন উপস্থিত ছিলেন ।