সারা বিশ্বের মানুষ আজ প্রতি মূহুর্তে আতঙ্কে আছে। চোখে দেখা যায় না অথচ এমন এক মারনাস্ত্র যা কিনা মানুষকে মানুষ থেকে দূরে রেখেছে । মা/বাবা মারা গেলেও সন্তান অসহায়ের মত ঘর বন্দি।আর সন্তান যদি মরন যন্ত্রনায় ছটফটও করে মা-বাবা সন্তানের পাশে থাকতে পারছে না।
ঠিক এমনি দিনে আজ রবিবার (১৬’আগষ্ট) খোকসা বাজারে উজ্জ্বল জেনারেল ষ্টোরে সাহায্যের জন্য এসেছিলো রাজবাড়ি জেলার পাংশা উপজেলার রনি ভুইয়া ।
রনি ভুইয়ার বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাকডুল মাসিদিয়া খামারবাড়ি । সে ওই এলাকার আইনাল মীর ও মালেকা বেগম দম্পতির সন্তান ।
রনি ভুইয়া জানালো , সে পাংশা মাসিদিয়া বনগ্রাম আলিম মাদ্রাসা’র নবম শ্রেণির ছাত্র ।
দেখা গেলো রনি ভুইয়া মানুষিক প্রতিবন্ধি । কাজ করার সামর্থ্য নাই ।মাদ্রাসা যাওয়ার মতো পোষাক না থাকায় মানুষের নিকট সাহায্য চেয়ে তার পোশাক পরিচ্ছেদ ও পড়ালেখা চালায় ।
আজ তার উজ্জ্বল জেনারেল ষ্টোরে সাহায্য’র চাহিদা ছিলো মাত্র ০৫ টাকা ।
খোকসা বাজারে উজ্জ্বল জেনারেল ষ্টোরের প্রোঃ কায়েশ-মানুষিক প্রতিবন্ধি রনি ভুইয়া’র কথা শুনে তাকে (রনি ভুইয়া) দোকানে নিয়ে গিয়ে বস্ত্র কিনে দিয়ে মানবিকতার পরিচয় দেখিয়েছেন ।
এমনিভাবে মানুষ হয়ে মানুষের প্রতি অন্তরের ভালোবাসা অটুট থাক । হোক মানবতার জয় ।
আরও পড়ুন:খোকসা ইচলাট গ্রামবাসীর রাস্তায় জলাবদ্ধতা সমস্যা সমাধানের ইঙ্গিত দিলেন ইউএনও !