কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন সোনালী ব্যাংক মিরপুর শাখা । ব্যাংকটিতে ২৫ হাজারের অধিক গ্রাহক । বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পরে ব্যাংকটির ভিতর । সে সময় ব্যাংকের ভিতরে বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে ছাতা মাথায় দিয়ে সেবা কার্যক্রম চালিয়ে যেতে হয় ব্যাংক কর্মকর্তাদের । ফলে গ্রাহক সেবার মানও হয় নিম্নমুখী ।
ব্যাংক ভবনটির অনেকস্থানে ফাঁটল দেখা দিয়েছে । যে কোন সময় ভবনটি ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। ভবনটির করুন দশা লাঘবে করতে জরুরী উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভুগীরা ।
ব্যাংকটির ম্যানেজার শাহিন উদ্দিন জানিয়েছেন ,ব্যাংকের ভবনটি উপজেলা পরিষদের। ২০১৭ সালের পর উপজেলা পরিষদের সাথে আর নতুন করে কোন ভাড়া চুক্তি নবায়ন হয়নি বলেও জানান তিনি।