আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া ডিসি কোর্ট সংলগ্ন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নরেন্দ্র নাথ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় সরকার, এ্যাড, শিলা বস্, সহ-দপ্তর সম্পাদক কৃষ্ণ কমল বিশ্বাস ,প্রচার সম্পাদক সুজন কর্মকার সহ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১ টা ৩০ মিনিটে কুষ্টিয়া শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নরেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় ।প্রার্থনা সভায় বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সদস্যবৃন্দের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন ।