কুষ্টিয়ার খোকসাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ,বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ শনিবার(১৫’আগষ্ট )সকালে দিবসটি উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খোকসার সকল স্তরের মানুষ উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয় ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাহ উদ্দিনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন , খোকসা থানা ওসি (তদন্ত) ইদ্রিস আলী,খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান রিয়াজ,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমূখ।