সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ,বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ শনিবার(১৫’আগষ্ট)সকালে দিবসটি উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করে এক শোক র্যালি বের হয় । র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয় ।
উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয় ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি জেরিন কান্তা’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ।
এসময় আরো উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান দলীয় নেতাকর্মী সহ, প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আক্তার নুরুন্নাহার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন প্রমূখ৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন ।
অনুষ্ঠানে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ,বেকার যুব সমাজের মাঝে যুব ঋণ বিতরণ,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরন ও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ।
এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে বলে জানা গেছে ।