সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শেখ রশিদুল ইসলাম(৩৫) নামের একজন নিহত হয়েছেন।
নিহতের বাড়ি উপজেলার উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ঝাঁপাঘাট গ্রামে ।সে এলাকার মৃত শেখ নেদা মিয়ার ছেলে।
জানা যায় ,বুধবার (১২’আগষ্ট) দুপুরে প্রতিবেশীর অনুরোধে রশিদুল ইসলাম নারকেল গাছে উঠেছিলো নারিকেল পারার জন্য । গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে হটাৎ বিদ্যুৎ শক লাগে রশিদুল ইসলামের । স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সাতক্ষীরা সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪’আগষ্ট)সকালে তার মৃত্যু হয়।