১৫’ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত মৌন শোক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৪ ‘আগষ্ট) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির এর সামনে মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব বিশ্বাস, সহ-সভাপতি দুলাল দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, প্রচার সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার, সহ-দপ্তর সম্পাদক কৃষ্ণ কমল বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ নেতা উৎপল সেনগুপ্ত, নারায়ণ মালাকার, প্রবীর কর্মকার, অসীম পাল, অশোক খাঁ, পুলক রঞ্জন, সুধাংশু বিশ্বাস, স্বপন কুমার পারই কালা, নিত্য ঘোষ, শ্যামল চৌধুরী, গোপা সরকার, পরিতোষ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ ।