বগুড়ার শেরপুর উপজেলার প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বিশালপুর ইউনিয়নের জামাইল হাট, বিশালপুর বাজার, ব্রাক বটতলা, ভাটরা, শেরুয়া বটতলা এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে আজ বুধবার (১২’আগষ্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ লিয়াকত আলী সেখ ।
এসময় তিনি এসব এলাকার মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কি না ; তা পর্যবেক্ষণ করেন এবং মাস্ক না পরার অপরাধে ০৫ জনকে ১০০০ টাকা জরিমানা করেন।
এ সময় শেরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয় ।
এছাড়া তিনি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লোকজনকে অনুরোধ করেন ।
তাছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার, নিরাপদে থাকার অনুরোধ জানান উপজেলা পর্যায়ের এই শীর্ষ সরকারী কর্মকর্তা।