সাতক্ষীরায় একই মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হওয়ায় তাদের সন্ধানের দাবিতে থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার।
রবিবার (০৯’ অগাস্ট) আনুমানিক বেলা ১১টার দিকে তারা দু’জন শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
নিখোঁজ ছাত্ররা হচ্ছে, সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাহাতুল ইসলাম (শাওন) ও কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার আইয়ুব হোসেনের ছেলে ইমামুল হোসেন। তারা বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসায় হেফজো বিভাগে পড়াশোনা করে।
শাওন ও ইমামুলকে অনেক খোজাখুজি করে না পাওয়ায় শাওনের পিতা জাহাঙ্গীর হোসেন সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ৪৪০ তাং-১০/০৮/২০২০ ইং এবং ইমামুলের চাচা আরিফ হোসেন মিন্টু ওই একই থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং- ৪৭৩ তাং-১১/০৮/২০২০ ইং।
জানা যায়, তাদেরকে বিভিন্ন স্থানে, আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজখবর নিয়েছে তাদের পরিবার। কিন্তু তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। শাওন ও ইমামুলকে না পাওয়ায় হতাশ নিখোঁজের পরিবার ।