কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক আজ মঙ্গলবার (১১’আগষ্ট ) খোকসা বাসস্টান্ড ও জানিপুর বাজারে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মেজবাহ উদ্দীন ।
এসময় তিনি এসব এলাকার মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কি না ; তা পর্যবেক্ষণ করেন এবং মাস্ক না পরার অপরাধে ৭ জনকে ৬,৮৫০ ( ছয় হাজার আট শত পঞ্চাশ )টাকা জরিমানা করেন ।
এছাড়াও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লোকজনকে অনুরোধ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেজবাহ উদ্দীন বলেন, জনকল্যাণে ও জনস্বার্থ রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।