সাতক্ষীরার-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার মির্জাপুর এলাকায় ট্রাক ও মটর সাইকেল সংঘর্ষে রোকনুজ্জামান লিটু ও সাকিব হোসেন নামের দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (০৯’আগষ্ট) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে পাটকেলঘাটার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রোকনুজ্জামান লিটু আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক। সে খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর জলমাল গ্রামের আ. লতীফ খানের ছেলে। সহযোগী সাকিব হোসেন দীঘলিয়া উপজেলার ব্রাহ্মঘাটি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
এবিষয়ে পাটকেলঘাটা থানার এসআই সুব্রত’র সাথে কথা হলে তিনি জানান, রাতে মির্জাপুর বাজারের শ্মশানঘাট এলাকায় একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় সাতক্ষীরাগামী একটি মটরসাইকেল দ্রুতগতিতে এসে ট্রাকটির পিছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মটরসাইকেল আরোহী নিহত হন ।
তিনি আরও বলেন, পাটকেলঘাটা থানা পুলিশ তাদের মরদেহ ও মটরসাইকেল উদ্ধার করে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ।