কুষ্টিয়া জেলার কুমারখালীত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুকুল বিশ্বাস (৫০) ও তার পরিবারসহ সৎ ভাইদের দ্বারা হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি আড়পাড়া গ্রামে ।
এবিষয়ে আহত মুকুল বিশ্বাস জানান, দীর্ঘদিন যাবত তার সৎ ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তার জের ধরে শনিবার সকালে সাহেব আলী ওরফে ভলো বিশ্বাস(৩০), সোমর আলী(৩৫),সালাম ওরফে ছদ্দিন(৩২) ও কোরবান বিশ্বাস আমার বাড়িতে এসে আতর্কিত হামলা চালায়।এসময় আমার ছোট ছেলে হৃদয়(২৩) ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারপিট করে আহত করে। তারপর আমার বড় ছেলে সাগর (২৫) এলাকাবাসীর সহায়তায় তাদেরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে চিকিৎসার জন্য।
তিনি আরও বলেন, বিকেলে সাগর ও তার স্ত্রী হাসি খাতুন প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য বাড়ি যাওয়ার সময় পথে শহরের অদুরে কাজীপাড়া পেট্রোল পাম্পের সম্মুখে পৌঁছালে পুনরায় ওই একই ব্যাক্তি দ্বারা হামলার শিকার হন। এসময় তারা দু’জনই মারাত্মক আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন অভিযোগ পেয়েছি। আসামীরা সবাই পলাতক। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।