কুষ্টিয়া জেলা শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে সংক্রমণ বিস্তার রোধে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় ৫৩ (তিপ্পান্ন) জনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে ।
আজ রবিবার (০৯’আগস্ট) জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে কুষ্টিয়া জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
এসময় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে ।