কুষ্টিয়ায় নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল’র উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, আধুনিক কুষ্টিয়ার উন্নয়নের রুপকার, কুষ্টিয়ার গর্ব, মাটি ও মানুষের জননেতা মাহবুব-উল-আলম হানিফ (এমপি)।
আজ রবিবার (০৯’আগষ্ট) কুষ্টিয়া সরকারী কলেজের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এ ম্যুরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ.ক.ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম ও জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত এবং আইনশৃঙখলা রক্ষা বাহিনী ও গণমাধ্যমকর্মীরা।