সাতক্ষীরার কলারোয়াতে এক কৃষককে গৃহহীন করার পায়তারা চালাচ্ছেন এলাকার কপিতয় ভূমি দস্যু চক্র ৷ বসত ভিটা হারিয়ে শঙ্কায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ৷
জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর মোস্তাফিজুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ করেন। আর তা হতে জানা যায়, সংঘাতের শঙ্কায় ও জমি হারানোর ভয় দিন পার করছেন তিনি৷ একদল ভূমিদস্যু চক্র এলাকার ইমান আলী মোড়লের ছেলে আব্বাস আলী মোড়ল, শামসুর মোড়ল , মহর আলী মোড়ল ও সামসুর রহমানের ছেলে আজিজুল ইসলাম নয়ন জোরপূর্বক এ সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে তার সম্পত্তিতে থাকা সম্পদশালী গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে৷ পাশাপাশি তারা সম্পত্তি ভোগ দখলের পায়তারা চালাচ্ছে৷
এ অভিযোগ সূত্রে আরো জানা যায়, পৈতৃক ভিটা-জায়গাতে বসবাস করায় বিভিন্ন সময় পরিবারের প্রতি জীবননাশের হুমকি দিয়ে সম্পত্তিতে খুটি গেড়ে টিনের ঘর নির্মান করেছে ঐ ভূমি দস্যু চক্ররা৷
প্রতিপক্ষের হুমকি থেকে মুক্ত থেকে ও পৈতৃক সম্পত্তির ঘরবাড়ি ভূমিদস্যুর এ দাবানল থেকে ফিরে পাওয়ার জন্য সুশীল সমাজ ও প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছেন মোস্তাফিজুর রহমান ৷
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা সমাধানের চেষ্টা করছি।