সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গালঝাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের কাজ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু । তার মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাহমুদপুর গ্রামবাসীরা। আর এই মহতী কর্মকাণ্ডে আনন্দিত হয়ে শুকরিয়া জ্ঞাপন করেছেন এলাকার শত শত নারী পুরুষ ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল কালাম,এ এসআই রিজাউল করিম,আ,লীগের সভাপতি মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আকবর আলি, মসজিদ কমিটির সভাপতি শামীম হোসেন, মসজিদ কমিটির সেক্রেটারি নজরুল ইসলাম, ইউপি সদস্য বৃন্দ সহ এলাকার সুধীজন।
উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু বলেন, এই রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা সৃষ্টি হয়ে আসছিলো যার কারণে জলাবদ্ধতা হয়।
তিনি আরও বলেন,বিষয়টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও ইউপি সদস্যবৃন্দ ও মসজিদ কমিটি আমাকে বিষয়টি জানান। তার পেক্ষাপটে আমি আজ সকালে সরোজমিনে এসে লাঙ্গলঝাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, মসজিদ কমিটি, বিবাদী ও এলাকাবাসীদের সাথে নিয়ে রাস্তার এই বিষয়টি মিটিয়ে দিয়েছি এতে করে আমি যেমন আনন্দিত হয়েছি তেমনি এলাকাবাসিরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।