কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ অন্তত ১২ জন ।
শনিবার(০৮’আগষ্ট) কুমারখালী আলাউদ্দিন নগরের কালুরমোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
নিহত ব্যক্তি হলেন, খোকসা উপজেলার হেলালপুরের মৃত মোবারক শেখের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৬০)।
ঘটনায় জানা যায়, দুপুরে মাহেন্দ্র যাত্রী নিয়ে কুষ্টিয়া অভিমুখে যাবার সময় উল্টো দিক থেকে ধেয়ে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাহেন্দ্রতে থাকা যাত্রীদের মধ্যে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে । এর মধ্যে আব্দুর রাজ্জাক ও কুষ্টিয়া শিমুলিয়ার মিজানের ছেলে তুষারের (২০) অবস্থা আশংকাজনক হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মজিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ০১ জন নিহত হয়েছেন। ইতিমধ্যে নসিমন ও মাহেন্দ্র জব্দ করা হয়েছে। উভয় গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।