“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়াতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৮’আগস্ট/২০২০ ইং) উপজেলা মিলনায়তন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন৷
প্রধান অতিথির বক্তব্যকালে আক্তার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ৷ ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে নিহত হন। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে উপজেলায় আলোচনা সভার পরে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থ নারীদের মাঝে ৬টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে৷
প্রশিক্ষক মো. বেলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন সহ গণমাধ্যম কর্মীরা ।