চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় বাসচাপায় পথচারী ও ইঞ্জিনচালিত ভ্যানযাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন।
এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায় ।
আজ শনিবার (৮ আগষ্ট) সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এতথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম ।