“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসাতে মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মদিন উপলক্ষে সীমিত পরিসরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
আজ শনিবার (০৮’আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবী আক্তার, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ।