কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনার হত্যা মামলায় ২ জন আসামীকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ ।
কুষ্টিয়ার কুমারখালী মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের তানবীর (১৫) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে ।
গত বুধবার (০৫’আগষ্ট) রাত ৮ টার সময় বাড়ির পাশে সাত্তার মোল্লা মোড় বন্ধুদের সাথে কথোপকথন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।
ঘটনার বিবরণে জানা যায়, পৌরসভার অবসরপ্রাপ্ত কার্যসহকারী ওবায়দুল ইসলাম বাচ্চু’র ছেলে তানবীর রাত ৮ টার সময় বন্ধুদের সাথে কথোপকথন করছিল। বাড়ির পাশেই ছাত্তার মোড়ে( জেএন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে) এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে উদ্ধার করে কুমারখালী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে মৃত তানভীরের মা তারা খাতুন ০৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। ৩০২/৩৪ ধারায় মামলা হয়েছে। মামলা নং ৮, তারিখ ০৭/০৮/২০২০ ইং।
হত্যা মামলায় অভিযুক্ত ২ আসামী বাধন ও নাঈমকে তদন্ত কর্মকর্তা এস আই কামাল আটক করে কুষ্টিয়া আদালতে প্রেরণ করেছে।