খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে ওঠার সময় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনে পা পিছলে জয়নব নেছা (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
সোমবার(২১’মার্চ) সকাল ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নব নেছা কুষ্টিয়ার ইবি থানার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের আহাম্মদ আলি মনির স্ত্রী এবং ঐ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকাল ১০টার সময় নাতির চিকিৎসার জন্য পরিবারের লোকজনসহ রাজশাহী যাচ্ছিলেন জয়নব। ট্রেন চলা শুরু করার পর তিনি ট্রেনে উঠতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পরে ট্রেন থামিয়ে প্ল্যাটফর্ম ভেঙে মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। যার নং ৫।
রেলওয়ে পোড়াদহ থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পোড়াদহ জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম জানান, আনুমানিক সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটর্ফমে এসে দাঁড়ায়। ঠিক ১০টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে চলা শুরু করলে জয়নব খাতুন নামের এক যাত্রী দ্রুত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি প্ল্যাটর্ফম ও ট্রেনের মাঝে পড়ে যান। এভাবে প্রায় ১০ হাত ট্রেন যাওয়ার পর ট্রেনটি থামে। ঘটনাস্থলে মারা যান ওই নারী।