কুষ্টিয়ার ভেড়ামারা বাসস্ট্যান্ডে গণপরিবহনে স্বাস্থ্যবিধি বিষয়ক নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আজ শুক্রবার (০৭’আগষ্ট) সকাল ৯ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ।
অভিযানে হানিফ, শ্যামলী, এসবি, যমুনা,অনিক পরিবহনের মোট ১০ টি বাসে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি খতিয়ে দেখা হয়। এতে যমুনা পরিবহন বেশিরভাগ আসনে পাশাপাশি অনাত্মীয় ২ যাত্রী পরিবহন করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫,০০০( পাঁচ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও টিকিটে টাকার অংক উল্লেখ ছিল না। এ বিষয়ে সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়নের বিষয়ে তাদের কঠোরভাবে সতর্ক করা হয় ও জনকল্যাণে অভিযান চলমান থাকবে বলে জানানো হয় ।