কুষ্টিয়া সদর উপজেলা ১ নং ইউনিয়ন হাটশ হরিপুর ৪ নং ওয়ার্ডে নতুন পাড়ার আজ শুক্রবার (০৭’আগষ্ট) আনুমানিক সকাল ৭টার দিকে রাজুর ছেলে সাগর (২৩) এর সাথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মানিক ও রিজুল মোল্লার দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে অন্তত ০৭ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে এক জনের অবস্থা আশস্কজনক বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাবি নিয়ে প্রেমিকা সাহানাজ ( ১৮) প্রেমিকের খালুর বাড়িতে ভোর ৬ টায় যায়। এতে দুই পক্ষের কথা কাটা-কাটির এক পর্যায়ে লাঠিশোঠা নিয়ে মারামারি শুরু হয়।
এই সংঘর্ষে মতিয়ার(২৩), আলতাফ(৫৫), মানিক(৪৮), দুলাল (৬২) ও রিজুল মোল্লা, ইজিবার( ৪৭), ইকবল(৫০), কারিবুল(২৩) সহ দুই পক্ষের অন্তত ৭ জন গুরুত্বর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।