বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল মৌজার ১২৫ দাগের ৬ শতক জমি দখলমুক্ত করা হয়।
আজ বৃহস্পতিবার (০৬’আগষ্ট) সকাল ১১ টায় উক্ত জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা।
ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, বিশালপুর ইউনিয়নের নায়েরপাড়া গ্রামের নাইশিমুল মৌজার ১২৫ দাগের ৬ শতক খাস জমিতে ব্রজেন্দ্রনাথ সরকার, পিংঃ মৃত গোপাল চন্দ্র সরকার অবৈধভাবে ইটের প্রাচীর নির্মাণ করছেন। উক্ত তথ্যের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন এবং অবৈধভাবে নির্মিত প্রাচীর ভেঙে দেন।
অভিযানকালে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ অন্যান্যরা ।