কুষ্টিয়া জেলার খোকসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইকরাম হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের বাড়ি উপজেলার ওসমানপুর গ্রামে। সে এলাকার আলীমুদ্দিনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (০৬’আগষ্ট) ইকরাম দুপুরের দিকে তার বাড়িতে মুরগির খামারে শিয়ালের জন্য ফাঁদ পাতেন। সেই ফাঁদে কাজ করার সময় হটাৎ বিদ্যুৎ শক লাগে ইকরামের। অবস্থা খারাপ হওয়ায় পরিপ্রেক্ষিতে পরিবারের লোকজন তাকে খোকসা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিধির বিধান এই যে হাসপাতালে এসেই মৃত্যুবরণ করেন ইকরাম হোসেন।
তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় ইকরামের বাবা-মা।