কুষ্টিয়ার কুমারখালী মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের তানবীর (১৫) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে ।
বুধবার (০৫’আগষ্ট) রাত ৮ টার সময় বাড়ির পাশে সাত্তার মোল্লা মোড় বন্ধুদের সাথে কথোপকথন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।
ঘটনার বিবরণে জানা যায়, পৌরসভার অবসরপ্রাপ্ত কার্যসহকারী ওবায়দুল ইসলাম বাচ্চু’র ছেলে তানবীর রাত ৮ টার সময় বন্ধুদের সাথে কথোপকথন করছিল। বাড়ির পাশেই ছাত্তার মোড়ে( জেএন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে) এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে উদ্ধার করে কুমারখালী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কুমারখালী থানার ওসি মুজিবুর রহমান জানান বিষয়টি খুব দুর্ভাগ্যজনক, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে তানবীরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তানবীরের পরিবারের সদস্যরা দাবী করেছেন খুনের আলামত রয়েছে এবং খুন করা হয়েছে।