বিশ্বের সাথে তাল মিলেয়ে দেশেও বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্তের হার, ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৩৭৮ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশে।
শুক্রবার (১৪’জানুয়ারি) বিফ্রিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৮১১ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ লাখ ৩৮ হাজার ৭৬৬ জনের।