কর্মজীবী ল্যাকটেটিং মাদার স্বাস্থ্য সুরক্ষার জন্য কুষ্টিয়ার খোকসা পৌরসভা ৭৫০ জন মায়েদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩’জানুয়ারী) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত (২০২১-২২) অর্থবছরের অর্থায়নে উপজেলা মিলনায়তনে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে হেলথ ক্যাম্প অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, করোনা মহামারি ওমিক্রণ সংক্রমনে নতুন বিধিনিষেধে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তি সচেতনতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক ভাবে সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখেই মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা সরকারের এই প্রকল্প অবশ্যই সফল হবে বলেও তিনি উল্লেখ করেন।
পরে উপস্থিত সকল (ল্যাকটেটিং মাদার) মায়েদের হাতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রি এর একটি করে প্যাকেট দেওয়া হয়।