-অদিতীয়া
যখন তুমি খোঁজ আমায়
বুঝে নিও,
আমার কষ্টের কালো মেঘ সরে বৃষ্টি নামে,
বৃষ্টি আমার তোমায় অনুভবের সৃষ্টি।
মন অবেলায় উন্মাদনায় বেসামাল হয়ে
দিক বেদিক ছুটে বেড়ায়।
যখন তুমি, প্রিয় বলে ডাকো আমায়,
বুঝে নিও,
সীমাহীন আনন্দের বন্যা বয়ে যায় হৃদয়ে,
মনে হয়, এ যেন স্বর্গীয় সুখ তোমারি দেয়া।
যখন তুমি পাশে বসে স্পর্শ করো আমায়,
জানো তখন?
আমার সমস্ত শরীরে অদ্ভুত শিহরণ,
আমি হারিয়ে যাই তোমার মাঝে,
অজানা ভালোলাগায়।
আমি অভিভূত হই তোমার পরম ভালোবাসায়,
তোমার সরল দৃষ্টিতে কেবলি সীমাহীন মায়া
আমার চঞ্চল মন বড্ড উতলায়
রাখি চোখ, তোমারি চোখে।
তুমি হয়তো জানো না,
আমার এই মন, দুচোখের ভাষা আর ওষ্টের কোণে ভির করে অপ্রকাশিত কথা।
তুমি বিস্মিত হয়ে ভাবছো বসে অনেকটা নিরালায়,
হুম, একটি বার বুঝে নিও
অভিমানী এই মন জড়িয়ে আছে,তোমার ভালোবাসায়,
তোমারি দুচোখের মায়ায়।