কুষ্টিয়ার কুমারখালী বাজারে ভোক্তাদের মুরগীর ওজনে কম দেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (০৪’আগস্ট’২০২০ ইং) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
এসময় একজন বিক্রেতাকে ওজনে কম দেয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ১০০০ টাকা জরিমানা করা হয়। এবং বাঁকীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
এছাড়াও বর্তমান করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রদত্ত সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে যত্রতত্র ঘোরাঘুরি করায় কুমারখালী পৌরসভার বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি মামলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ৬০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহানের ভ্রাম্যমাণ আদালত ।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন কুমারখালী থানা পুলিশ এবং বেঞ্চ সহকারীবৃন্দ।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান বলেন, জনকল্যাণে এবং জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।