রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র যুগান্তকারী উক্তিটি মনে পড়ে গেল- “শরীর বেচি গো শরীর বেচি শোন ভদ্রলোক রাতের নায়ক যারা তারাই দিনের বিচারক!!”
বিবেক বেচি, নৈতিকতা বেচি, বেচি মনুষ্যত্ব!
সুযোগ পেলে আইন বেচি, বেচি নিজের সত্তা!!
শিক্ষা বেচি, রাজনীতি বেচি, চাকরি বেচি বাকরি বেচি, বেচি চরিত্র!!!
মিথ্যাকে সত্য বলি, বাকি রইল কি???
তাই শরীর বেচার হাটে তুমিই বা আলাদা কিসে?
ভেংচি কেটে দম্ভ কর, আসলে তুমি কে??
চোখ বুজে ভেবে দেখো, তোমার পরিচয় বা কি???
বলতে চাই অনেক কিছুই, ভেবে দেখি আমিই বা সাধু কিসে!
অধিকাংশের সাথে তুলনা করলে, একটু হলেও সাহস যোগায় সংখ্যালঘুতেই আছি—–
তাই বলি কি আমরা সবাই মানুষ হয়—
শিক্ষা দিক্ষায় প্রতিযোগিতা আছে, চাকরি বাকরিতে প্রতিযোগিতা আছে, ব্যবসায় প্রতিযোগিতা আছে, রাজনীতিতে প্রতিযোগিতা আছে—
প্রতিযোগিতা নেই শুধু মানুষ হতে, খরচা পাতিও নেই–
আসুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষ হয়—
এমনিতেই বন্ধ হবে সব বেচা কেনার হাট——
উন্মুক্ত হবে মন খুলে কথা বলার অবারিত বাজার।