পুলক সরকারঃ
“মা” ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসাতে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় ও জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (০৪’অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আমবাড়িয়ায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
অভিযানে আনুমানিক ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় ও জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, থানার এসআই ঈদবার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী শংকর কুমার বিশ্বাস, ক্ষেত্রসহকারী মোঃ সালাউদ্দিন এবং সুবিধাভোগীগণ।