কুষ্টিয়া কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫’সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ তথ্য ও গণসংযোগ মন্ত্রণালয়ের আয়োজনে এ মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী কৃতি সন্তান মোঃ মকবুল হোসেন সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ওমর দেওয়ান প্রকল্প পরিচালক গ্ৰামীন উন্নয়ন প্রচার কার্যক্রম শক্তিশালী প্রকল্প, মোঃ খাইরুল ইসলাম পুলিশ সুপার কুষ্টিয়া, বিতান কুমার মন্ডল কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর প্রমুখ।