কুষ্টিয়ার কুৃমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কুমারখালীর সফল পৌরপিতা সামসুজ্জামান অরুন করোনা পজেটিভ ।
বিষয়টি নিশ্চিত করেছেন, কুমারখালী উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ চঞ্চল হোসেন ।
সামসুজ্জামান অরুন কুৃমারখালী শহরের করোনা যুদ্ধের একজন সফল করোনা যোদ্ধা। তিনি তার নিজের জীবনের কথা চিন্তা না করে পৌরবাসীর তথা কুৃমারখালী উপজেলার সকল জনগনকে সচেতন করেছেন করোনা ভাইরাস থেকে দুরে রাখার জন্য । যে মানুষটি সকলের সুস্থ ভালো রাখার জন্য করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন দিনের পর দিন । আজ তিনি নিজেই করোনা আক্রান্ত ।
দৈনিক বাংলার রূপকথা পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি ।