কুষ্টিয়ার খোকসা উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে পোশাক তৈরীর ৭ দিনের প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৩’সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চরপাড়া ব্রাক মাল্টিক্লাস স্কুলের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
২০২১- ২০২২ অর্থ বছরের রাজস্ব খাতে অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমান পোষাক তৈরি প্রশিক্ষণে কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন অফিসের উপ-পরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ্ উদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ব্রাক ম্যনেজার আবুল হুসাইন বিশ্বাস, সহকারী যুব কর্মকর্তা মোহাঃ আবুল কাশেম প্রমুখ।
খোকসা চরপাড়া এলাকার ৬০ জন যুব মহিলা এই পোশাক তৈরী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, জীবনে ভালো থাকতে প্রশিক্ষণ নিন এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগান।