কিশোরগঞ্জের ভৈরবে কোরবানির মাংস বিতরণ নিয়ে সংঘর্ষে শাহ আলম মিয়া (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চারজন।
রোববার (০২ ‘আগস্ট/২০২০ ইং) ভোরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে ।
নিহত শাহ আলম মিয়া (৩৪) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ঘটনায় জানা যায়, গত কয়েক বছর ধরে কান্দিপাড়া গ্রামের কিছু মানুষ একত্র হয়ে গরিবদের মাঝে কোরবানির মাংস বিতরণ করে আসছেন । এবছর মাংস বিতরণ নিয়ে ছাত্তার মিয়া নামে গ্রামের এক ব্যক্তির সঙ্গে শাহ আলমের তর্ক হয়। এই ঘটনার জের ধরে বিকেলে দুই পক্ষ’ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে শাহ আলম গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে শাহ আলমের মৃত্যু হয় ।