কুষ্টিয়া জেলার মিরপুর থানা পুলিশ শুক্রবার ( ৩১’জুলাই/২০২০ ইং) ভোর রাত্রে মিরপুর থানাধীন কাতলামারী বাজারের নিকট হতে ০৪ জন সংঘ বদ্ধ মোটর চোর আটক করেছে।
আটককৃত আসামীরা ১। মোঃ মজির উদ্দীন(৫০) পিতা মৃত চাদ আলী, গ্রাম- লক্ষীখোলা ২।মোঃ মিলন সরকার(২৪) পিতা মোঃ জানু সরকার গ্রাম-লক্ষীখোলা উভয় থানা-দৌলতপুর ৩।মোঃ নাহারুল প্রমানিক (২৮) পিতা মোঃ রিয়াজ প্রমানিক গ্রাম- বৈরাগীর চর ভায়্গাপাড়া থানা দৌলতপুর ৪।মোঃ আব্দু্ল হালিম(৪০) পিতা মোঃভাদু ণেখ গ্রাম- গোলাপ নগর থানা ভেড়ামারা জেলা- কুষ্টিয়া ।