মৃত মিরাজ এক সন্তানের জনক। এবং সে শেখপাড়া গ্রামের সিরাজ শেখের ছেলে।
জানিপুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান ও এলাকাবাসীরা জানান, কৃষি শ্রমিক মিরাজ গ্রামের কৃষক সোনাই সরদারের ৭ কাঠা ধানের জমি আগাছা পরিস্কার জন্য ঠিকা কাজ নেন। বিকালে তিনি ওই জমিতে কাজ করতে যান। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি করে না পেয়ে পরে রবিবার ভোরে ওই শ্রমিকের বাবা সিরাজ ছেলের সন্ধানে সোনাই সরদারের জমিতে যান। তিনি ওই জমিতে মিরাজের মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত মিরাজের স্ত্রী স্বপ্না খাতুন শোকে পাথর হয়ে গেছেন। অন্য ঘরে বিলাপ করছিল মা ফুলমতি।
খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে বোঝা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।