কুষ্টিয়া জেলার ইবি থানার বিত্তিপাড়ায় জমাজমি সংক্রান্ত বিরোধে রোজাদার আলী (৪৫) নামে একজন গুরুতর ভাবে আহত।
এই ঘটনায় রোজদারের ভাই খয়বার বাদী হয়ে ইবি থানায় মামলা দায়ের করেছে। ইবি থানার মামলা নং- ১৬ তারিখ- ২৬.০৭.২০ ইং।
জানা যায়, বিত্তিপাড়া গ্রামের রোজদারের সাথে একই সমাজের মাহাতাব বিশ্বাসের পুত্র পটলা এদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত শনিবার (২৫ ‘জুলাই) বিত্তিপাড়া বাজার একে অপরের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে পটলা বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে রোজদার কে মারাত্নক রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরবর্তিতে বিত্তিপাড়া গ্রামের প্রভাবশালী নেতার ইশারায় তার স্বার্থ হাসিলের জন্য একই গ্রামের সামছূদ্দিন মন্ডলের দুই পুত্র কামাল মন্ডল ও আবুমন্ডল কে পটলার সহযোগী করে মামলা দায়ের করে।
এব্যাপারে পটলার সাথে আলাপকালে সে এই প্রতিবেদককে বলেন এটা আমাদের একান্তই পারিবারির ব্যাপার এ ঘটনার সাথে কামাল ও আবু কেহই জড়িত নয়।