আসছে ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা কলারোয়া তথা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি জেরিন কান্তা।
এক বার্তায় তিনি জানিয়েছেন, সাতক্ষীরার কলারোয়া তথা সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মালম্বী ভাইদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে আনুক । বছরের প্রতিটি দিনই যেন হয় ঈদের ন্যায় আনন্দময় ।
আসন্ন পবিত্র ঈদ-উল -আযহা’য় নিজ নিজ অবস্থানে থেকেই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎযাপন করার আহবান জানান তিনি ।
তিনি আরও বলেন, আমি সকলকে জানাই কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহা’র আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক । আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।