কুষ্টিয়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে রবিবার (১৫’আগষ্ট ) একযোগে সকাল ৮ টায় বঙ্গবন্ধু ভাস্কর্ষ কালেক্টরেট চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাড অনুপ কুমার নন্দী,সাধারণ সম্পাদক এ্যাড জয়দেব কুমার বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, অর্থ বিষয়ক নন্দ কিশোর বিশ্বাস,সাংগাঠনিক সম্পাদক তুহিন চাকী,সহ প্রচার সম্পাদক স্বপন কুমার পাড়ই।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমারখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড শংকর মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক শিশির কুমার রায় প্রমুখ।
এছাড়াও বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলার প্রত্যেক উপজেলায় একযোগে সারা বাংলাদেশ ব্যাপি জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় একযোগে প্রত্যেক উপজেলা কমিটি স্ব-স্ব এলাকায় বঙ্গবন্ধু ভাস্কর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।