সাম্প্রদায়িক সহিংসতা: হিন্দুদের মন্দির ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়াতে মানববন্ধন কর্মসুচী।
দক্ষিণাঞ্চলীয় খুলনার রূপসা উপজেলার একটি গ্রামে কয়েকটি মন্দির এবং স্থানীয় হিন্দু মালিকানাধীন কিছু দোকান ভাংচুর,ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা,সাম্প্রদায়ীক সম্প্রিতি নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষনা দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতারা।কেন্দ্রীয় কর্মসুচীর ঘোষনা অনুসারে এ মানববন্ধন কর্মসূচী ঘোষনা করা হয়।
বুধবার (১১’আগষ্ট )কুষ্টিয়া গোপনাথ জিউর মন্দিরের সামনে বিকাল ৪ টায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাড অনুপ কুমার নন্দী,সাধারণ সম্পাদক এ্যাড জয়দেব কুমার বিশ্বাস ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলার সভাপতি এ্যাড সুধীর কুমার শর্মা ও সাধারন সম্পাদক এ্যাড রমেশ দত্ত উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উল্লেখিতস্থানে ও উল্লেখিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
উল্লেখ্য,হামলার ঘটনাটি ঘটেছে গত শনিবার (৭’আগষ্ট) বিকেলে রূপসা উপজেলার শিয়ালি গ্রামে।