খোকসাতে মোবাইল কোর্টে ৪ হাজার ৭শত টাকা জরিমানা।
কুষ্টিয়ার খোকসাতে কঠোর বিধিনিষেধ কার্যকরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (৬’আগষ্ট ) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী।
এসময় অভিযান চালিয়ে চলমান বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনীয় গণজমায়েত করা এবং জরুরীসেবা বহির্ভূত দোকান খোলা রাখাসহ অন্যান্য বিধিনিষেধ না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ৫ টি মামলায় ৫ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৭ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। করোনার ভয়ানক বিস্তার রোধে এবং জনগণের জীবন রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহযোগিতা করেন।